সাফাইয়ের সময় দুর্গার কাঠামোর সঙ্গে উঠে এল আটকে থাকা দেহ

কলকাতা: গঙ্গাবক্ষ থেকে দুর্গার বিসর্জন হওয়া কাঠামো তুলতে গিয়ে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।একাদশীর সকালে কলকাতা পুরসভার সাফাই কর্মীরা মৃতদেহটি দেখতে পান। বৃহস্পতিবার সকালে বাজে কদমতলার ঘাট থেকে উদ্ধার হয়  দেহটি। পরে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। বুধবার ছিল বিজয়া দশমী। কলকাতার গঙ্গার ঘাটগুলোতে দুপুর থেকেই শুরু হয়েছিল প্রতিমা বিসর্জন। প্রাথমিকভাবে বিসর্জনের সময়েই দুর্ঘটনায় ওই মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছিল। তবে, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়ছে দু’-তিন দিন আগেই। অর্থাৎ অষ্টমী কিংবা নবমীর দিন।

পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। কীভাবে তাঁর মৃত্যু হল, এটা খুন, দুর্ঘটনা না আত্মহত্যা খতিয়ে দেখছে পশ্চিমবন্দর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তির বয়স ৪৫ বছরের আশপাশে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি আপাতত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =