নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েন দক্ষিণবঙ্গের মানুষ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টিপাত। তবে রাতে বৃষ্টির পরিমাণ কমে গেলেও শুক্রবার ভোর থেকে ফের শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি। প্রবল ঝড়ে গাছের ডাল ভেঙে রেললাইনের বিদ্যুতের তারে পড়লে, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ডাউন লাইনের তারে একটি গাছের ডাল ভেঙে পড়ার ফলে শুক্রবার সকালে মানকর স্টেশনের কাছেই দাঁড়িয়ে পরে হাওড়াগামী অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস। ™াশাপাশি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু হাওড়াগামী ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয় ডাল সরানোর কাজ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ডাউন লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
এদিন সকাল ৮টা ৫০ মিনিটে অগ্নিবীণা হাওড়া পৌঁছনোর কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে প্রায় সাড়ে ১০টা নাগাদ হাওড়া স্টেশন পৌঁছয় অগ্নিবীণা। পাশাপাশি লোকাল ও বেশ কিছু দূরপাল্লার ট্রেনও এদিন দেরিতে হাওড়া পৌঁছয় বলে রেল সূত্রে খবর।