নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান:আবারও করোনা আতঙ্ক ছড়াল বর্ধমান মেডিক্যালে দুই রোগীর মৃত্যুর ঘটনায়। দুই রোগীর রক্তের রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়েছে। যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। তবে তারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। আর সেই কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।
জানা গিয়েছে, ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি কিডনির রোগে ভুগছিলেন। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে দেওয়ানদিঘি থানা এলাকার অন্য একজনের মৃত্যু হয়। যাঁর বয়স ৬১ বছর। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁরও রক্ত পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পরে। যদিও গোটা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে বলেই জানা গিয়েছে।
আরও যাঁরা যাঁরা নিজেকে কোভিড আক্রান্ত বলে মনে করছেন, তাঁদেরকেও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে, যাতে আক্রান্ত হয়ে কেউ মারা না যান।