দূষণের কবলে মুম্বইও, বাণিজ্যনগরী ঢাকা পড়লো ধোঁয়াশার চাদরে 

মুম্বই : বিগত কয়েকদিন ধরে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল বাণিজ্যনগরী মুম্বই। একই পরিস্থিতি বজায় থাকল শনিবারও। এদিন সকালেও বাণিজ্যনগরী ঢাকা পড়লো ধোঁয়াশার চাদরে। বায়ুদূষণের কবলে চলে গেল মায়ানগরী মুম্বই। বাতাসের গুণগতমান ক্রমাগত অবনতি হওয়ায় মুম্বইয়ের কিছু অংশকে ধোঁয়াশার ঘন স্তর গ্রাস করে।

মেরিন ড্রাইভ ও সংলগ্ন এলাকা ধোঁয়াশার একটি পুরু স্তরে ঢাকা পড়ে যায়, ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায়। দূষণের কারণে অস্বস্তিতে পড়েছেন মুম্বইবাসীও। এই দূষণের জন্য আতশবাজি পোড়ানেই দায়ী করছেন মুম্বইবাসী।

শুধুমাত্র মুম্বই নয়, রাজস্থানের জয়পুরও এদিন সকালে ধোঁয়াশার কবলে চলে যায়। তবে, বেলা বাড়তেই ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =