তার ছিঁড়ে বিপত্তি, দেড়ঘণ্টা শিয়ালদা ডাউন লাইনে বন্ধ ট্রেন

অফিস, কাজকর্ম সেরে ফেরার পথে বিপত্তি! ওভারহেড তার ছিঁড়ে শনিবার বিকেলবেলাই থমকে গেল শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে দেড় ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় প্রবল সমস্যা পড়েন যাত্রীরা। ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়। ভ্যাপসা গরমে প্রতিটি স্টেশনেই তখন থিকথিকে ভিড়ে নাজেহাল মানুষজন। ট্রেন ছাড়লেও ভিড় এত বেশি ছিল যে উঠতে পারেননি বহু যাত্রী।
জানা গিয়েছে, নরেন্দ্রপুর এবং সোনারপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও, আপ লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে সোনারপুর ও নরেন্দ্রপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার জেরে আগের স্টেশনগুলিতে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওভারহেড তার মেরামতির কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =