জম্মু : ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে রবিবার সকালে জম্মু বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। প্রতিকূল আবহাওয়ার জেরে মোট সাতটি উড়ান বিলম্বিত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জম্মু থেকে দিল্লি, ইন্দোর ও আহমেদাবাদগামী একাধিক উড়ানে দেরি হয়। পাশাপাশি জম্মু-শ্রীনগর রুটের দু’টি এবং জম্মু-লেহগামী রুটের দু’টি উড়ানও বিলম্বিত হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ায় সাময়িকভাবে উড়ান ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

