কালী পুজোর প্যান্ডেলে এসে মদ্যপ কয়েকজন মদ্যপ যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। আহতদের রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী অমিত চৌধুরী, নিখিল চৌধুরী সহ পাঁচ জনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই দম্পতি। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দম্পতির নাম শঙ্কর চৌধুরী (৩৮) ও মঙ্গলি চৌধুরী (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছরের মতো এই বছরও শঙ্কর চৌধুরী কালীপুজো উপলক্ষে তার বাড়ির পাশেই প্যান্ডেল তৈরি করেছিল। শনিবার গভীর রাতে এলাকারই বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় তাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং তাণ্ডব চালায়। প্রতিবাদ করতে গেলেই প্রথমে শঙ্কর চৌধুরীকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। স্বামীকে বাঁচাতে আসে তার স্ত্রী মঙ্গলি চৌধুরী। তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহা রড দিয়ে দু’জনকে মাথায় আঘাত করে। ওই দম্পতির আর্ত চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।