মুম্বইয়ে ১২০ কোটির মাদক বাজেয়াপ্ত, গ্রেপ্তার এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক

মুম্বইয়ের (Mumbai) এক গুদামঘর থেকে উদ্ধার হল ৬০ কেজি মাদক (Drug)। উদ্ধার হওয়া মেফাড্রোন নামের ওই মাদকের মূল্য ১২০ কোটি টাকারও বেশি। তেমনটাই জানিয়েছে এনসিবি। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক।

গ্রেপ্তার হওয়া অন্যতম অভিযুক্ত সোহেল গফ্ফর ছিলেন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক। আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত সোহেল কয়েক বছর আগেই চাকরি ছেড়ে দেন। শারীরিক অবস্থার কারণ দেখিয়েই তিনি বিমান চালকের কাজ ছেড়ে দেন বলে জানা যাচ্ছে।

এনসিবির দাবি, এই মাদকচক্রের যোগ বিশাল। গত ৩ অক্টোবর গুজরাতের জামনগরে এনসিবির সদর দপ্তর এবং মুম্বই অফিসের আধিকারিকরা যৌথ ভাবে অভিযান চালান। জানা যায়, মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করেছে কারবারিরা। এর মধ্যে ৬০ কেজি উদ্ধার হয়েছে। এর আগে চলতি বছরের অগস্ট মাসে ভদোদরা থেকে ২০০ কেজি মেফোড্রন বাজেয়াপ্ত করে এনসিবি। এপ্রিল মাসে কান্দলা থেকে উদ্ধার হয় ২৬০ কেজি মাদক। তার পর সবচেয়ে বড় পরিমাণে মাদক উদ্ধার হয় গত সেপ্টেম্বর মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =