কলকাতা: মাদক-সহ ধরা পড়েছিলেন যুবক। কিন্তু গ্রেপ্তারির ৬০০ দিন পরেও জানা গেল না, তাঁর কাছে কী ধরনের মাদক ছিল। ফলে, কার্যত বিনা বিচারে দেড় বছর ধরে জেলব¨ি যুবক। আর এমন অভিযোগ সামনে আসা মাত্রই রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে তাঁকে। বিস্মিত বিচারপতির প্রশ্ন, কোনও অভিযুক্তকে কি এতদিন ধরে আটকে রাখা যেতে পারে? মাদক মামলায় অভিযুক্তকে নিয়ে রাজ্যের কী মত, জানতে চায় আদালত।২০২১ সালের ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গির মণ্ডল নামে যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। ধৃতের পকেট থেকে মেথামফেটামাইন মাদক উদ্ধার হয়। কিন্তু এটা কী ধরনের মাদক, তা পরীক্ষা করার পরিকাঠামো রাজ্যে নেই। তাই তা জানতে গাজিয়াবাদের এক পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়। সেখান থেকে এখনও রিপোর্ট আসেনি বলে খবর।
এদিকে ৬০০ দিন জেলেই রয়েছেন জাহাঙ্গির। নিÜৃñতি পেতে জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির মণ্ডল। সোমবার শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে রাজ্য ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির অধিকর্তা জানিয়েছেন, এ ধরনের মাদকের নমুনা পরীক্ষার পরিকাঠামো রাজ্যে নেই। এরপরই বিচারপতির প্রশ্ন, কোনও অভিযুক্তকে কি এতদিন ধরে আটকে রাখা যেতে পারে? এ নিয়ে রাজ্যের ভাবনা জানতে স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে তলব করেছে হাই কোর্ট।