প্রয়াত দ্রোণাচার্য টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল

টেবিল টেনিস জগতে নামল অন্ধকার। ৬৩ বছরে প্রয়াত হলেন দ্রোণাচার্য সম্মানজয়ী কোচ জয়ন্ত পুশিলাল। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বাংলার এই কোচ। মঙ্গলবার রাতে, অর্থাৎ আজ নারকেলডাঙায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসে অনেক কৃতি প্লেয়ার দিয়েছেন জয়ন্ত পুশিলাল। অরূপ বসাক, অলিম্পিয়ান মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি। ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবিল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহল বড় ধাক্কা খেল।

লড়াইটা খুবই কঠিন হয়ে উঠেছিল। জবাব দিয়েছিল দুটি কিডনিই। সপ্তাহে দু-বার ডায়ালিসিস করাতে হয়েছিল। কঠিন সময়ে গুরুর পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ছাত্র-ছাত্রীরা। ৪০ বছরের বেশি কোচিং জীবনে বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসে তুলে এনেছেন অনেক অনেক প্রতিভা। তাঁর নারকেলডাঙার অ্যাকাডেমি ছিল বাংলার টেবিল টেনিসের নার্সারি। অনেক চারাগাছ এই অ্যাকাডেমি থেকে বটবৃক্ষ হয়ে উঠেছেন। মৌমা দাস, অনিন্দিতা চক্রবর্তী, অরূপ বসাক, প্রাপ্তি সেন তেমনই কিছু নাম।

আর্থিক ভাবেও যে সঙ্কটে ছিলেন সে কথাও জানিয়েছিলেন। শেষ সময়ে মৌমা দাসের মতো শিষ্যরা গুরুর পাশে দাঁড়ালেও লড়াইটা জেতা হল না। সকলে মিলে চেষ্টা করেছিলেন গুরুকে সুস্থ করে তোলার। সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত বাংলার টেবিল টেনিসের উজ্জ্বল নক্ষত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =