কলকাতা: স্বপ্ন ভঙ্গের হতাশা, অবসাদ! তার জেরে জীবনটাই শেষ করে দিল কলকাতার হরিদেবপুরে এক তরুণী। ঘুমের ওষুধ থেয়ে ওই সে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।মৃতের নাম মামন দাস।
জানা গিয়েছে, দ্বাদশের ওই ছাত্রীর স্বপ্ন ছিল আকাশে ওড়ার। বিমান সেবিকা হওয়ার। কিন্তু নুন আনতে পান্তা ফুরোয় পরিবারে। বিমান সেবিকার প্রশিক্ষণের খরচ টানা কার্যত অসম্ভব। তাই প্রশিক্ষণ নিতে শুরু করেও মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল ছাত্রীকে। এরপরই মানসিক অবসাদে চলে গিয়েছিল সে। আর সেই অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় সে। পরিবারের দাবি, অর্থাভাবে বিমানসেবিকার প্রশিক্ষণ চালিয়ে যেতে পারেনি মামণ। সে কারণেই অবসাদে ভুগছিল সে।
মৃতার মায়ের দাবি, গত রবিবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল মেয়ে। সে বার তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে সে। শুক্রবার আবার ঘুমের ওষুধ খায় কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ।