ড্রিম ডেবিউ, কোচ দ্রাবিড়ের স্মৃতি ফিরিয়ে শতরান যশস্বীর

সে সময় ৯৮ রানে ব্যাট করছেন যশস্বী। ড্রিঙ্কস ব্রেক হল। কিছুটা আশঙ্কাও কাজ করছিল। খুব কাছ থেকে ফিরে আসার পরিসংখ্যানও অনেক রয়েছে। ডাগআউটে বসে হেড কোচ রাহুল দ্রাবিড়। টেস্ট অভিষেকে শতরানের রেকর্ড রয়েছে তাঁরও। একই ম্যাচে ডেবিউ হয়েছিল বাঁ হাতি ব্যাটার, দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একই ম্যাচে রাহুলের পাশাপাশি সৌরভও শতরান করেছিলেন। সেই রাহুল দ্রাবিড়ের সামনে আরও বাঁ হাতি ব্যাটার অভিষেকেই সেঞ্চুরি করলেন। ড্রিঙ্কস ব্রেকের পর কেমার রোচের রাউন্ড দ্য উইকেট বোলিং। মিড উইকেটে ঠেলে সিঙ্গল নেন। ৯৯ থেকে তিন অঙ্কে পৌঁছনোর অপেক্ষায় যশস্বী। পরের ওভারে পার্টটাইম স্পিনার অভিষেককারী অ্যালিক আথানেজের ডেলিভারি স্কোয়ার লেগে ঠেলে ২১৫ বলে সেঞ্চুরিতে যশস্বী। ডমিনিকায় ড্রিম ডেবিউ। যশস্বীর সেঞ্চুরির পরই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া পোস্ট। বাঁ হাতি ব্যাটার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরার পুরস্কার জয় এবং অভিষেক টেস্টেই সেঞ্চুরি, এমনটা আগে কবে দেখা গিয়েছিল! সঙ্গে দু-জনের ছবি। শিখর ধাওয়ান এবং যশস্বী। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যশস্বী। এ বার টেস্ট অভিষেকই সেঞ্চুরি। শিখর ধাওয়ানও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরার পুরস্কার জিতেছেন এবং অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেক টেস্টে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। শতরানের পথে হাঁকালেন ১১টি বাউন্ডারি। অভিষেক টেস্টে শতরানের নজির রয়েছে এমন ১৬জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন যশস্বীর। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগ, শিখর ধাওয়ানদের ডেবিউ টেস্টে সেঞ্চুরি রয়েছে। সেই এলিট তালিকায় প্রবেশ তরুণ ওপেনারের। শতরানের পরই পরিচিত ভঙ্গিতে হেলমেট খুলে একটা বড় লাফ দিলেন। এরপর দু হাত ছড়িয়ে সেলিব্রেশন। ক্যাপ্টেন তথা ওপেনিং পার্টনার রোহিতস শর্মাকে জড়িয়ে ধরলেন আনন্দে। আস্থার মর্যাদা দেওয়াই ক্য়াপ্টেনও খুশি। রোহিতও সেঞ্চুরি হাঁকালেন তবে দ্রুত ফিরতে হল তাঁকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছেন শতরানকারী যশস্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =