কয়েকদিন আগে প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পেয়েছেন মনু ভাকের। ভারতের ২২ বছর বয়সী শুটার এর আগে জানিয়েছিলেন, যদি তিনি সুযোগ পান তা হলে একটা দিন কাটাতে চান ভারতের তিন ক্রিকেটারের সঙ্গে। সেখানে মনু নাম নিয়েছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির। এ বার মনুর সেই স্বপ্নপূরণ হয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটের ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে মনুর। নিজের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে সচিনের সঙ্গে দেখা হওয়ার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মনু।
সচিন তেন্ডুলকরের পাশাপাশি তাঁর স্ত্রী অঞ্জলির সঙ্গেও দেখা হয়েছে মনুর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে দেখা সাক্ষাতের যে ছবি মনু শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে তাঁর মা-বাবাও রয়েছেন। সচিন তেন্ডুলকর এবং মনুকে একটি গনেশ ঠাকুরের ছোট্ট মূর্তি নিয়ে পোজও দিতে দেখা যায়। অপর ছবিতে দেখা যায় মনু, তাঁর মা বাবা ও সচিন এবং অঞ্জলি একসঙ্গে একটি সোফায় বসে রয়েছেন। আর একটি ছবিতে মনু ও সচিনকে পাশাপাশি দেখা গিয়েছে। যেখানে মনুর হাতে ছিল ২টি পদক। এই পোস্টের ক্যাপশনে মনু লেখেন, ‘একমাত্র সচিন তেন্ডুলকর স্যার! ক্রিকেটের আইকনের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তাঁর জার্নি আমাকে অনুপ্রাণিত করে। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের মতো অনেকেই নিজের স্বপ্নকে তাড়া করে বেড়াই। এই অবিস্মরণীয় স্মৃতি দেওয়ার জন্য ধন্যবাদ স্যার।’
মনুর ওই পোস্টের উত্তরে সচিন তেন্ডুলকর এক্সে লেখেন, ‘তোমার পরিবার ও তোমার সঙ্গে দেখা করে দারুণ লাগল মনু। তোমার সাফল্যের কাহিনি এখন থেকে অনেক বাচ্চা মেয়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যাঁরা বড় স্বপ্ন দেখতে পারে, যাঁরা টার্গেট তাড়া করতে পারে। নতুন বেঞ্চমার্ক তৈরি করতে থাকো। ভারত তোমার জন্য গর্বিত।’