এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে নকআউটে ভারত। টুর্নামেন্টে ভারতের শুরুটা হয়েছিল হতাশায়। চিনের বিরুদ্ধে বিরতিতে ১-১ স্কোর থাকলেও শেষ পর্যন্ত ১-৫ ব্যবধানে হার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারায় ভারত। একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। তৃতীয় ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ড্র করলেই নকআউটে জায়গা করে নিত ভারত। ব্লু টাইগার্সদের কাছে সুযোগ ছিল জিতেই নকআউটে যাওয়ার। সুনীল ছেত্রীর গোলে এগিয়ে ছিল ভারতীয় ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মায়ানমার। ড্র করেই নকআউটে। দীর্ঘ ১৩ বছরের ব্যবধানে এশিয়ান গেমস ফুটবলের নকআউটে ভারত। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে নানা প্রতিকূলতা ছিল। প্লেয়ার ছাড়া নিয়েও ক্লাবের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব হয়। সিনিয়র ফুটবলারদের মধ্যে প্রথমে পাওয়া গিয়েছিল শুধুমাত্র সুনীল ছেত্রীকে। শেষ মুহূর্তে পাওয়া যায় সন্দেশ ঝিঙ্গানকে। কোনওরকমে জেট ল্যাগ কাটিয়ে চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। ক্লান্তি কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিছুটা তরতাজা হয়ে নেমেছিলেন সুনীলরা। মায়ানমারের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে এগিয়ে যায় ভারত। প্রত্যাশা ছিল জয়ের। এগিয়ে থেকেই বিরতিতে যায় দু-দল। দ্বিতীয়ার্ধেও গোল ধরে রাখতে অনেকাংশে সফল। তবে ভারতীয় রক্ষণের প্রতিরোধ ভাঙে ৭৪ মিনিটে। সমতা ফেরায় মায়ানমার। ইগর স্টিমাচ বেশ কিছু পরিবর্তন করলেও আর গোল আসেনি। তাতে অবশ্য ভারতের নকআউট আটকায়নি। শেষ ষোলোয় সৌদি আরবের বিরুদ্ধে খেলতে হতে পারে ভারতীয় ফুটবল দলকে।