দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি (President of India) হয়ে ইতিহাসে নাম লেখালেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তিনি। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, ‘ইতিহাস রচিত হল ভারতে। ১৩০ কোটি ভারতবাসী যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, সেই সময় পূর্ব ভারতের জনজাতি সমাজের এক মেয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই জয়ের জন্য তাঁকে অনেক অভিনন্দন।’
Met Smt. Droupadi Murmu Ji and congratulated her. pic.twitter.com/ALdJ3kWSLj
— Narendra Modi (@narendramodi) July 21, 2022
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকেই তাকিয়ে দেশ।’
নিজের টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত।’
I would like to congratulate Hon'ble Presidential Elect Smt Draupadi Murmu.
The country will sincerely look up to you as the Head of State to protect the ideals of our Constitution & be the custodian of our democracy, especially when nation is plagued with so many dissensions.
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2022
এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ পদপ্রার্থীই এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। যদিও ১৮ তারিখ ভোটের দিন ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল। অন্যদিক, বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন, শুধু রাজনৈতিক লড়াই নয় এটা তাঁর কাছে আদর্শের লড়াই। আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন। দুই শিবিরেরই দাবি ছিল, ক্রস ভোট হয়েছে। তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায়, অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু।
তৃতীয় রাউন্ড গণনার শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট ২, ১৬১। যার ভোটমূল্য ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭। অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ১, ০৫৮ টি ভোট। যার ভোটমূল্য ২ লাখ ৬১ হাজার ৬২।
গত সোমবার ক্রস ভোটিং, অর্থের বিনিময়ে ঘোড়া কেনাবেচার অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়। প্রায় ৯৯ শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি।
গোটা দেশ আজ তাকিয়ে ছিল এই নির্বাচনের ফলের দিকে। যদিও প্রত্যাশা মতোই ফল হল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এদিন সকাল এগোরাটা থেকে গণনা শুরু হয়। তবে বেলা যত গড়াতে থাকে, ততই পরিষ্কার হতে থাকে ভোটের ফল কী হবে? এটাই দেখার ছিল কত ভোটে জেতেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধে গড়াতেই সামনে এল সেই ফল। তৃতীয় রাউন্ড শেষেই ফলাফল নিশ্চিত হয়ে গেল একপ্রকার। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।