‘বঙ্গ রত্ন সম্মান’ প্রত্যাখান করলেন ডাঃ অশোক কুমার প্রধান 

সঞ্জয় সিং

হাওড়া উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাঝির ‘মা সারদা দেবী’-কে নিয়ে তথ্য বিকৃত করে মন্তব্য করেছেন, তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত সেবক ডাঃ অশোক কুমার প্রধান তাঁর ‘বঙ্গ রত্ন সম্মান/১৪২৮’ প্রত্যাখান করলেন। এমনই জানালেন ডাঃ অশোক কুমার প্রধান। তিনি স্পষ্টই জানালেন, ‘আমি ডাঃ অশোক কুমার প্রধান। বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন শহরসহ আমেরিকা, জার্মানি, লন্ডন ও বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্থানে চিকিৎসা ও সেবামূলক কাজে নিয়োজিত থাকার সৌভাগ্য লাভ করেছি ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদে। সম্প্রতি, বিনামূল্যে সেবামূলক ক্যানসার রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা ও করোনা মহামারিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের জন্য কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের বইমেলা ও সাহিত্য উৎসব ২০২২ কমিটির পক্ষ থেকে আমাকে ‘বঙ্গ রত্ন সম্মান/১৪২৮’ প্রদান করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, মা সারদা দেবী আমাদের আরাধ্য দেবী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। এই অনুষ্ঠানে নির্মল মাঝির উপস্থিতি ও ওনার মাধ্যমে এই সম্মান স্মারক লিপি প্রদান করা হয়। সম্প্রতি নির্মল মাঝির ‘মা সারদা দেবী’ সম্পর্কে তথ্য বিকৃত আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি ডাঃ অশোক কুমার প্রধান, ১ জুলাই ২০২২, আমাকে দেওয়া ‘বঙ্গ রত্ন সম্মান/১৪২৮’ আমি প্রত্যাখ্যান করলাম। সাহিত্যিক পৃথ্বীরাজ সেন ও সুদীপ সেন জাতীয় প্রকাশককে জানাই আন্তরিক শুভেচ্ছা। মা সারদা দেবীর নিকট প্রার্থনা মা তুমি এদের ক্ষমা করে দিও ও সুবুদ্ধি প্রদান করো। আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সকল মহারাজদের পদকমল যুগলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =