রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে জেদ্দায় মহাবৈঠকে যোগ দিলেন ডোভাল

দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি লড়াইয়ের। এই পরিস্থিতিতে মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছে সৌদি আরব। জেদ্দায় আন্তর্জাতিক স্তরে হতে চলা আলোচনায় যোগ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
শনিবার তাঁকে স্বাগত জানাতে জেদ্দা বিমান বন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল খান ও কাউন্সিল জেনারেল মহম্মদ শাহিদ আলম। উল্লেখ্য, ৫ ও ৬ অগস্ট সৌদি আরবের জেদ্দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রফাসূত্র খুঁজতে আন্তর্জাতিক স্তরে আলোচনার ডাক দেওয়া হয়েছে। এই আলোচনায় ভারতের মতোই আমেরিকা, ব্রাজিল, মিশর, মেক্সিকো, চিলি-সহ ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে দুই দেশের প্রধানের সঙ্গেই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশকেই শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে মিত্রতার কারণে ভারত কখনই রাষ্ট্রসংঘে কিংবা কোনও আন্তর্জাতিক স্তরে রাশিয়ার বিপক্ষে কথা বলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =