জোড়া জয় চেন্নাইয়ের, বড় হার গিলদের

দুই নতুন তরুণ অধিনায়কের দ্বৈরথে জিতলেন ঋতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার চিদম্বরম স্টেডিয়ামে শুভমন গিলের গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারল চেন্নাই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৬ রান তোলে সিএসকে। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে গুজরাট। অভিষেকে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে যাত্রা শুরু করেন শুভমন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল গতবারের রানার্সরা।‌ গত আইপিএল ফাইনালে গুজরাটকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। এদিন বদলা নিতে ব্যর্থ গিলরা।‌ বরং ধোনিদের কাছে আরও একটি আত্মসমর্পণ। ব্যাটে, বলে এদিন অনেক এগিয়ে ছিল চেন্নাই। নতুন অধিনায়কের নেতৃত্বে জোড়া জয় দিয়ে শুরুটা দারুণ করল গতবারের চ্যাম্পিয়নরা।

চিপকে টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে সিএসকে। শুরুটা ভাল করেন ঋতুরাজ গায়কোয়াড় এবং রচিন‌‌ রবীন্দ্র। প্রথম উইকেটে ৬২ রান যোগ করে এই জুটি। মাত্র ২০ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন কিউয়ি ক্রিকেটার। তাতে ছিল ৩টি ছয়, ৬টি চার। অর্ধশতরান পাননি ঋতুরাজও। ১টি ছয়, ৫টি চারের সাহায্যে ৩৬ বলে ৪৬ রান করেন চেন্নাইয়ের অধিনায়ক। আরও একটি বিধ্বংসী ইনিংস শিবম দুবের। গত আইপিএল থেকেই দুরন্ত ছন্দে আছেন সিএসকের অলরাউন্ডার। এদিনও নেমেই ঝড় তোলেন। ২৩ বলে ৫১ রান করেন শিবম। তাতে হাঁকান পাঁচটি ছক্কা। রয়েছে দুটো চারও। ২৪ রান করেন ড্যারেল মিচেল। দুবের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দুশোর গণ্ডি পেরোয় চেন্নাই।

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট। ৫৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় গতবারের রানার্সরা।‌ ব্যর্থ শুভমন গিল। মাত্র ৮ রানে আউট হন। শুরুটা করেও টিকে থাকতে পারেননি ঋদ্ধিমান সাহা। ২১ রানে ফেরেন। ডেভিড মিলারও (২১) রাহানের দুরন্ত ক্যাচে আউট হন। সর্বোচ্চ রান সাই সুদর্শনের। উইকেটের একপ্রান্তে গুজরাট উইকেট হারালেও একটা দিক ধরে রাখেন তরুণ বাঁ হাতি। কিন্তু শেষপর্যন্ত ৩১ বলে ৩৭ রানে ফেরেন। এই বয়সেও উইকেটের পেছনে দুর্দান্ত ধোনি। ডানদিকে ঝাঁপিয়ে বিজয় শঙ্করের দুর্দান্ত ক্যাচ নেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে থেকেই সমস্যায় পড়ে যায় গুজরাট। মিডল অর্ডারেও পরপর উইকেট হারায় গিলের দল। কেউ বড় ইনিংস খেলতে পারেনি। দুটো করে উইকেট নেন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =