শাহরুখের লুক শেয়ার বা রিপোস্ট করবেন না, কেন এমন বলল কিং খানের টিম?

সম্প্রতি, শাহরুখ খানের (Sharukh Khan) একটি লুক নেট মাধ্যমে ঘুরে বেড়াচেছ। যা দেখে নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত, জল্পনা চলছে ঠিক কোন ফিল্মের জন্য এমন লুক সেট করছেন কিং খান? শোনা যাচেছ, কোনও একজন ফ্যান কিং খানের এই লুক অনলাইনে শেয়ার করে দেন এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তবে, এই ঘটনার পর রীতিমতো ক্ষুব্ধ শাহরুখের টিম।

শাহরুখের টিমের তরফ থেকে একটি পোস্টে বলা হয়, আমরা সবাইকে অনুরোধ করছি , শাহরুখের লুক শেয়ার বা রিপোস্ট করবেন না। ম্যাজিক নষ্ট করো না, বড় ঘোষণা করা হবে। এখনই মজা নষ্ট করো না যতক্ষণ না শাহরুখ বা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনও ঘোষণা করছে। ধন্যবাদ।

শাহরুখের ম্যানেজার পুজা দাদলানিও পোস্টটি শেয়ার করেন। পোস্ট শেয়ার হওয়ার পর নেটিজেনরাও কমেন্ট করেন। একজন লেখেন, সারপ্রাইজ নষ্ট করে, রোমাঞ্চ বজায় রাখি। আর একজন লেখেন, কিন্তু, সারপ্রাইজ তো নষ্ট হয়ে গেল, দুর্ভাগ্যবশত, সবই অনলাইনে চলে এসেছে।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিটি শাহরুখ খানের মুম্বইয়ে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে তোলা। যেখানে তাকে সাদা শার্ট এবং গ্রে, সল্ট অ্যান্ড পিপার হেয়ার লুকে, চোখে সানগ্লাসে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 18 =