নিজস্ব প্রতিবেদন, কলকাতা: চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার ছুটি পেয়েছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে তা সত্ত্বেও শনিবার দুর্গাপুজোর কার্নিভ্যালে সক্রিয়ভাবে থাকা হচ্ছে না সৌরভপত্নীর। চিকিৎসকের পরামর্শ মতোই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় গত ৪ অক্টোবর আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। বৃহস্পতিবার মেলে ছুটি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রশ্ন ওঠে, শনিবার রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যালে কি আদৌ অংশ নিতে পারবেন তিনি?
জানা গিয়েছে, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকরা কার্নিভ্যালে ডোনাকে ‘পারফর্ম’ করতে বারণ করেছেন। তবে বর্ণাঢ্য কার্নিভ্যালে অংশ নেবেন তাঁর নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা। নবান্ন সূত্রে খবর, শুক্রবার রেড রোডের মহড়ায় যোগ দিতে পারেন ডোনা।জানা গিয়েছে, কার্নিভ্যালে ৫ মিনিটের নৃত্য পরিবেশন করতে বলা হয়েছিল ডোনা এবং তাঁর ছাত্রছাত্রীদের। সে প্রস্তাবে রাজিও হয়েছিলেন তিনি। কিন্তু উৎসবের আবহে আচমকাই চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় ইচ্ছে থাকলেও পারমরম্যান্স থেকে বিরত থাকতে হচ্ছে তাঁকে। তবে তাঁর কোরিয়োগ্রাফিতেই পারফর্ম করবেন ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা।পুজোর আগে থেকেই জ্বরে ভুগছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।