“ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে” ! রো- কো জুটিকে কড়া নির্দেশ বোর্ডের

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এখন তাঁরা দেশের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলছেন। সেই ফরম্যাটে নিজেদের সেরা ফর্ম বজায় রাখতে এবার ঘরোয়া ক্রিকেটে নামতে দেখা যেতে পারে দুই মহাতারকাকে। বোর্ডের তরফে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ গিয়েছে—ভারতের হয়ে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটেও অংশগ্রহণ করতে হবে।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, “বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট রোহিত ও বিরাট দুজনকেই জানিয়ে দিয়েছে যে তাঁরা যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।” অর্থাৎ শুধু আন্তর্জাতিক সিরিজেই নয়, দেশীয় টুর্নামেন্টেও তাঁদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করছে বিসিসিআই।

ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি, দেশের ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় রোহিত ও বিরাট দুজনকেই দেখতে চায় বোর্ড। জানা গিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজয় হাজারে খেলবেন। অন্যদিকে, বিরাট কোহলির পক্ষ থেকে এখনও দিল্লি ক্রিকেট সংস্থায় কোনও আনুষ্ঠানিক বার্তা যায়নি।

৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শেষ করবে ভারত। ধারণা করা হচ্ছে, সেই সিরিজে রোহিত ও বিরাট দুজনেই খেলবেন। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরেকটি ওয়ানডে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য ঘরোয়া ক্রিকেটে নামতে পারেন তাঁরা। খবর, বিজয় হাজারে ট্রফিতে অন্তত তিনটি ম্যাচে অংশ নিতে পারেন রোহিত ও বিরাট।

উল্লেখযোগ্যভাবে, রোহিত শেষবার বিজয় হাজারে খেলেছিলেন প্রায় আট বছর আগে, আর বিরাটের শেষ অংশগ্রহণ ছিল তেরো বছর আগে। দীর্ঘদিন পর তাঁদের ঘরোয়া মঞ্চে দেখা গেলে তা হবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় আকর্ষণ।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের বিশ্বকাপে দেশের হয়ে বড় ভূমিকা রাখতে হলে রোহিত-কোহলিকে নিয়মিত ম্যাচ প্র্যাকটিসে থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে নিজের ফিটনেস ও ব্যাটিং রিদম বজায় রাখতে ঘরোয়া ক্রিকেটের বিকল্প নেই। বোর্ডও তাই এবার কোনও ছাড় দিতে রাজি নয়। রোহিতের ইতিবাচক সাড়া ইতিমধ্যেই আশার আলো জাগিয়েছে, এখন নজর কোহলির সিদ্ধান্তের দিকে—তিনি কি সত্যিই ফিরবেন ঘরোয়া মাঠে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =