আসানসোল সিভিল কোর্ট থেকে নথি চুরি!

আসানসোল সিভিল কোর্ট থেকে চুরি হয়ে গেল ৩০০ টি রেকর্ড (নথি)। দ্রুত ব্যবস্থা নিয়ে ১০০টি রেকর্ড উদ্ধার করল পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ সোমবার সকালে ১০০টি রেকর্ড উদ্ধার করেছে। গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটকও করা হয়েছে। পুরনো কাগজপত্র কেনেন, এমন ১ ব্যবসায়ীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। সিভিল কোর্টের নিম্নতম আদালত হল মুন্সেফের আদালত। সূত্রের খবর, আসানসোল সিভিল কোর্টের প্রথম মুন্সেফ আদালত থেকে দরজা ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথম মুন্সেফ আদালতের সেরেস্তাদার তথা পেশকার অরূপ দাস ঘটনার কথা জানিয়ে একটি এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, কে বা কারা আদালতের দরজা ভেঙে প্রায় ৩০০ টি নথি চুরি করে চম্পট দেয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে ১০০টি নথি উদ্ধার করে এবং ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি কারণে এই নথিগুলো চুরি করা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =