কলকাতা : দশ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি অব্যাহত। একে একে ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েছেন ডাঃ পুলস্ত্য আচার্য। আইসিইউ-তে ভর্তি রয়েছেন নীলরতন সরকার হাসপাতালে।
রাতে অনশনমঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (এনআরএস) নিয়ে যাওয়া হয় পুলস্ত্যকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলস্ত্যের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
অন্যদিকে, সাতসকালেই উৎসুক জনতা ও সাধারণ মানুষ এবং পথচলতি জনতা ভিড় করেছেন অনশনরত ডাক্তারদের প্রতি সংহতি জানাতে। কেউ খোঁজ নিয়ে চলেছেন, অফিসে যাওয়ার পথেই উঁকি দিয়ে যাচ্ছেন। সহমর্মিতার প্রশ্নে সকলেই সমব্যাথী। আবার কেউ আর্থিক সাহায্য করতে এগিয়ে আসেন। সেই ছবিও ধরা পড়েছে। উল্লেখ্য, প্রতীকি অনশন মঞ্চে সদা জাগ্রত রয়েছেন চিকিৎসকেরা। তাদের সকলেই একের পর এক দেশাত্নবোধক সঙ্গীত খালি গলায় পরিবেশন করে চলেছেন। যোগদান করেছেন উপস্থিত সকলেই।