প্রয়াত ব্যথা উপশমের কাণ্ডারি জনপ্রিয় চিকিৎসক সুব্রত গোস্বামী

কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের অন্যতম জনপ্রিয় চিকিৎসক ডা. সুব্রত গোস্বামী। শিয়ালদা ইএসএআই হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিশ্বমঞ্চে পুরßৃñত হয়েছেন এই স্বনামধন্য চিকিৎসক। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এদেশে ব্যথা চিকিৎসার অন্যতম পুরোধা ডাক্তার সুব্রত গোস্বামী বুধবার সকালে প্রয়াত হন। দীর্ঘদিন মোটর নিউরন ডিজিজ-এ ভুগছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা চলার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের চিকিৎসক মহল। কোমর এবং পায়ের ব্যথা উপশমের গাইডলাইন তৈরি করে বিশ্বমঞ্চে স্বীকৃতি পান তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেন মেনেজমেন্টে পিএইচডি করেছিলেন তিনি। পেন ম্যানেজমেন্ট অর্থাৎ যন্ত্রণা উপশমের ক্ষেত্রে প্রাথমিক স্তরের অ-বিশেষজ্ঞ ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সুব্রত গোস্বামী। ব্যথা কমানোর গাইডলাইনও তৈরি হয়েছিল তাঁর হাতে। সেই কারণেই আন্তর্জাতিক স্বীকৃতি পান এই বঙ্গসন্তান।২০১৩ সালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে গড়ে ওঠে। সেসময় এই বিভাগের চিকিৎসক ছিল নামমাত্র। অনভিজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে সেই বিভাগকে নিজের পায়ে দাঁড় করানোর কাজটি করেছিলেন ডা. গোস্বামীই। তবে তাঁর এই মহৎ উদ্যোগে পাশে ছিলেন এসএসকেএম হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিমানকান্তি রায়, অস্থিশল্য চিকিৎসক আনন্দকিশোর পাল, প্রশান্ত রায় কর্মকার-সহ অনেকেই। ডা. গোস্বামীর দেখানো পথেই এবার পেন মেনেজমেন্টকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্যের চিকিৎসক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =