চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ

কলকাতা : সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ধর্মতলার মেট্রো চ্যানেলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চলতি মাসের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত টানা দিন-রাতের ধর্নায় অনুমতি দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ৯ অগস্টের ঘটনায় সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্ত ভাবে মামলা শুনছে। সিবিআই সহায়ক চার্জশিট না দেওয়ায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি জামিন পেয়েছেন। তার প্রতিবাদে ডাক্তাররা ধর্না করছেন। কেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে এই ধর্না হবে?’ বলা হয়, ‘আন্দোলনকারীরা সিবিআইয়ের কাছে যাক। সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের দাবি জানাক।

চিকিৎসক সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর উত্তরে বলেন, ‘কোথায় ট্রাফিক জ্যাম হচ্ছে? আমরা সিসিটিভি ফুটেজ ও পুলিশের রেকর্ড থেকে দেখাতে পারি কোনও ট্রাফিক সমস্যা হচ্ছে না।

এর পরই বিচারপতি মন্তব্য করেন, আর জি কর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর। তার পরই সিঙ্গল বেঞ্চের আবেদন বহাল রেখে রায় দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + one =