সুন্দরবনে আবাস যোজনার উপভোক্তাদের যাচাই করতে সরজমিনে জেলা শাসক

উত্তর ২৪ পরগনা : আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা নিয়ে অভিযোগ উঠতেই সঠিক উপভোক্তা চিহ্নিত করতে মাঠে নামলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। রবিবার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বেরমজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া, খাসদহ সহ একাধিক গ্রামে জেলা শাসক, বিডিও সায়ন্তন সেন এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সরজমিনে তদন্ত চালান।

রাজ্যের একাধিক জেলায় আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায়, মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার জেলা শাসক ও মহকুমা শাসকদের উপভোক্তা যাচাইয়ের নির্দেশ দেন, যাতে প্রকৃত উপভোক্তারা এই যোজনার সুবিধা পান। সেই নির্দেশ মেনে উত্তর ২৪ পরগনার জেলা শাসক সন্দেশখালির প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছে ২০১৮ সালের আবাস যোজনার তালিকা অনুযায়ী উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। কখনও অটোয় চড়ে আবার কখনও পায়ে হেঁটে গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়ে তাদের মতামত শোনেন এবং তালিকাভুক্ত নামের যথার্থতা যাচাই করেন।

জেলা শাসক গ্রামবাসীদের আশ্বাস দেন যে প্রকৃত উপভোক্তারা অবশ্যই আবাস যোজনার ঘর পাবেন, আর অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। তাঁর এই উদ্যোগে গ্রামবাসীরা আশ্বস্ত হন এবং সরকারের প্রতি বিশ্বাস রাখেন যে আবাস যোজনার প্রকৃত উপভোক্তারা সুবিচার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =