বিভিন্ন ফেরিঘাটে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া

মালদা: মালদা (Malda) জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন ফেরিঘাটে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক(District Magistrate) নিতীন সিংঘানিয়া। সোমবার সন্ধ্যায় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন ঘাট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের নির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্তারা। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার ফেরিঘাট কর্তৃপক্ষও বৈঠকে উপস্থিত হয়েছিলেন। বর্ষার মরশুমে যেহেতু গঙ্গা, ফুলহার, মহানন্দা সহ বিভিন্ন নদী গুলি জল বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জলপথে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের ফেরিঘাট কর্তৃপক্ষ কতটা সুরক্ষা দিকে লক্ষ্য রাখছে, সেই বিষয় নিয়েই মূলত এদিন আলোচনা করা হয়।
জেলাশাসক নিতীন সিংঘানিয়া জানিয়েছেন, মালদা জেলা পরিষদের অন্তর্গত যেসব ফেরিঘাটগুলি রয়েছে এবং সরকারি নিয়ম মেনে যে ঘাটের বরাত দেওয়া হয়, সেই সব ফেরিঘাট কর্তৃপক্ষের সঙ্গে মূলত এদিন আলোচনা করা হয়েছে। মালদা জেলার বিভিন্ন নদীগুলোর দিয়ে জলযানে যাত্রীরা চলাচল করে থাকেন। বর্ষার মরশুমে এখন নদীর জল বাড়ছে। সেই পরিস্থিতিতে যাত্রীদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা, বিভিন্ন ঘাট এলাকায় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা রাখা। রাতে নৌ চলাচল করলে পথ বাতির ব্যবস্থা করা। এইরকমই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের লক্ষ্য যাত্রী সুরক্ষার ক্ষেত্রে ফেরিঘাট কর্তৃপক্ষ যাতে কোনওরকম গাফিলতি না রাখে। তবে এদিন বিভিন্ন ফেরিঘাট কর্তৃপক্ষ অবশ্য এসব বিষয়ে আগে থেকে বন্দোবস্ত রাখার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 5 =