কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের সঙ্গে কথা জেলাশাসক ও সিপির

নিজস্ব প্রতিবেদন, আসানসোল:শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানা এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটদানের প্রতি ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর এই কর্মসূচিতে ডিএম ও সিপি তাঁরা এলাকায় মানুষের মুখোমুখি হন এবং ভোটের দিন ভোট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
ভোটাররা ভোট দিতে গিয়ে কোনও সমস্যায় পড়েছেন কি না, তা জানার চেষ্টাও করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, তাদের সম্ভাব্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। মহিলা ও যুবকদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন ডিএম এবং সিপি। তাঁরা লোকসভা সাধারণ নির্বাচনে উৎসাহী হয়ে ভোট দিতে এবং অন্যান্যদের ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পরে ডিএম বলেন, ‘যেসব ভোটার প্রবীণ, বয়স্ক এবং ৮০ বছরের বেশি বয়সি ভোটার, তাঁরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না চান, তা হলে নির্বাচন কমিশনের মাধ্যমে তাঁদের ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সেক্ষেত্রে তাঁদের পরিবারের লোকজনকে স্থানীয় নির্বাচন আধিকারিক বা অফিসে যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =