বাংলাদেশে বিলুপ্ত জাতীয় সংসদ, ঘোষণা রাষ্ট্রপতির, মুক্ত বিএনপি-নেত্রী খালেদা জিয়া

ঢাকা : বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার পরন্ত-বেলায় রাষ্ট্রপতির প্রেস উইঙের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ ছাড়া বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)-র চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গতকাল বিকালে বিএনপি-র চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়াও শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। তার মধ্যে তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল-মামুন, আন্দালিব রহমান পার্থ, ভিপি নুর, ছাত্র সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =