হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পরিচালক গৌতম হালদারের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: চলে গেলেন পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পরিচালক৷ সিনেমার পাশাপাশি নাট্য নির্দেশনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত৷ বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালনা করেছিলেন তিনিই । ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এছাড়াও তৈরি করেছিলেন ‘নির্বাণ’ ছবি, যেখানে অভিনয় করেছিলেন রাখি গুলজার। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। তাঁর রক্তকরবী নাটক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। চিত্র পরিচালকের প্রয়াণে শোকের ছায়া শহরের শিল্পী মহলে।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা করেন তিনি। একাধিক নাটকের নির্দেশক ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − two =