ফেব্রুয়ারিতেই মুক্তি অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’-র

কলকাতা: প্রকাশ্যে এল পরিচালক অতনু ঘোষের নতুন সিনেমা ‘আরো এক পৃথিবী’ -র প্রোমো।

নতুন সিনেমায় চার প্রবাসী বাঙালির গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য। প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে।

অতনু ঘোষ পরিচালিত ছবি ‘আরো এক পৃথিবী’র ট্রেলার প্রকাশ্যে এসেছিল আগেই। কথা ছিল ২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।তবে সেই সিদ্ধান্ত বদলে যায়। ঘোষণা করা হল ছবির নতুন মুক্তির তারিখ। সেই সঙ্গে প্রকাশ্যে এল আরও এক টিজার। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

কী গল্প বলবে ‘আরো এক পৃথিবী’ ?

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সর্বক্ষণ জীবনের পথে দৌড়ে বেড়াচ্ছেন। জীবনে নিরাপত্তার খোঁজ চান তাঁরা, যেখানে তাঁরা খানিক থিতু হতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন। গল্প আবর্তিত হয় ২৭ বছরের প্রতীক্ষার জীবন ঘিরে। সে হঠাৎই আবিষ্কার করে যে তাঁর জীবন ভরেছে মিথ্যায়, লন্ডনেও তাঁর জীবনে নেমে আসে বিপদ।এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেন এক কৌতূহলী এবং রহস্যময় আয়েশা, একজন অপ্রত্যাশিত বোহেমিয়ান শ্রীকান্ত মুন্সি এবং নিজের জীবন দিয়ে ছেলেখেলা করতে প্রস্তুত অরিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। শেষ পর্যন্ত, চার চরিত্রের তাঁদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হয়।

ছবির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে লন্ডনে। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। অনির্বাণ মুখোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পোর্শিয়া সেন ও সমন্ত্যক সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 3 =