দিলীপ ঘোষ-কীর্তি আদাজের বুথে দেখা হতেই একে অপরকে জড়ালেন

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ভোট যুদ্ধের শেষ লগ্নে জড়িয়ে ধরলেন একে অপরকে এমনই ছবি ধরা পড়ল আজ। একজন হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ অন্যজন হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে সকাল থেকে রাত অবধি নানান কটূক্তি খবরের শিরোনামে এসেছে। অপরদিকে কীর্তি আজাদকেও দিলীপ ঘোষের মন্তব্যের কড়া ভাষায় তার পালটা জবাব দিতে দেখা গিয়েছে। সোমবার দু’জনকেই দেখা গিয়েছে মন্তেশ্বরে বুথ পরিদর্শন করতে। ঠিক সেই সময় রাস্তায় দু’জনের কনভয় মুখোমুখি হতেই দু’জন নেমে পড়েন গাড়ি থেকে। একে অপরকে জড়িয়ে ধরেন সকলের সামনে। যা দেখে হতবাক হয়ে ওঠেন সকলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক ভাবেই রাজনীতির ঊzর্ধ্বে যে মানুষ সেই ছবিটাই ধরা পড়ল এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 6 =