বাঁকুড়া : তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে রবিবার শেষ মুহূর্তের প্রচারে বাঁকুড়ার সিমরাপালের লক্ষীসাগরে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের প্রচারে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এই উপনির্বাচনে সরকারকে বার্তা দেওয়া জরুরি। লুঠপাট ও খুন-খারাপি মানুষ সহ্য করবেন না। পুরো রাজ্য অস্ত্রের ভাণ্ডারে পরিণত হয়েছে, এমনকি বিহার ও উত্তর প্রদেশের দুষ্কৃতীরা এখানে এসে কারখানা খুলেছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবচেয়ে বড় শেল্টার।”
আর.জি. কর মেডিকেল কলেজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, “মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলাকে নির্বাচন করেছিল, কিন্তু আজ মহিলাদেরই ন্যায় বিচারের দাবিতে রাত জাগতে হচ্ছে। এর ফল ভবিষ্যতে ২০২৬-এর ভোটে সরকারকে ভুগতে হবে।”
তিনি আরও দাবি করেন, বিজেপি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছে এবং আলাদাভাবে নিজেরাও আন্দোলন করেছে। তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কেন “অপমৃত্যু” হলো, তার জবাব তাদেরই দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিনের প্রচার কর্মসূচিতে দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দা ও মহিলাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলেন এবং ‘চায়ে পে চর্চা’ সেশনে অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।