দুর্গাপুর : আইন ভেঙে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ শনিবার হেলমেট ছাড়াই বাইক চালিয়ে দাপিয়ে বেরোলেন দুর্গাপুরে৷ যা নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷
যাত্রী নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভে’র প্রচার চালিয়ে আসছে৷ সেই উদ্যোগকে কার্যত তোয়াক্কা না করে ‘রবিন হুড’ দিলীপ ঘোষ উলটে রাজ্য সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করতে করলেন৷ বিজেপি নেতা বলেন, “সরকারই সেফ নেই তো ড্রাইভ আবার কিসের?”
দিলীপ ঘোষের কথায়, “চিরদিন বাইক চালিয়ে, স্কুটার চালিয়ে সংগঠন করেছি। একসময় সংগঠনকে মজবুত করতে সাইকেল নিয়ে গ্রামে-গঞ্জে ঘুরেছি। এখন দল গাড়ি দিয়েছে ৷ সরকার নিরাপত্তারক্ষী দিয়েছে। অনেকদিন বাইক চালাইনি ৷ তাই আজ বাইক চালিয়ে কর্মীদের সঙ্গে চা খেতে এলাম।”
শনিবার দুর্গাপুরের রাজীব গান্ধি স্মারক ময়দানে (চিত্রালয়ের মাঠ) প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ৷ এরপর
পশ্চিমের দলীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে পিছনে বসিয়ে তাঁর বাইক নিয়ে দুর্গাপুরের একাংশে ঘোরেন তিনি। মোবাইলে মিসড কল দিয়ে বিজেপির নতুন সদস্য পদ নেওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে।
তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ নিয়ে সরকারের সমালোচনায় সরব হন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, “পুলিশ তোলাবাজি করছে। সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে৷ আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা। ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য।”