তারকা সাংসদ নুসরতকে নিয়ে নানা মানুষের নানা মত বসিরহাট জুড়ে

বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ নুসরত জাহান। ২০১৯ সালে লোকসভা ভোটে বিপুল মার্জিনে জিতে সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন টলিউডের অভিনেত্রী নুসরত জাহান রুহি। তারপর থেকে একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও বিতর্কিত মন্তব্য আবার কখনো কালী পুজোর আসরে গ্রামবাসীদের মধ্যে নেমে খিচুড়ি ভোগ রান্না করা, আবার সহকর্মী যশের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই ফ্রন্টলাইনে দেখা গিয়েছে এই সাংসদকে। কিন্তু তার যেটা নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ বসিরহাট লোকসভায় মানুষ তাকে কিভাবে দেখছে বা সেই এলাকায় তিনি কিভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন? সেই ব্যাপারে বসিরহাট জুড়ে নানা ব্যক্তির নানা মত। কোনও কোনও ব্যক্তি বলছেন, ‘তাকে শুধুমাত্র খবরেই দেখা যায়। কখনও তিনি সুন্দরবনে গিয়ে কাপড় বিলি করছেন আবার কখন কখনও কম্বল বিলি করছেন। বসিরহাটের সমস্যা নিয়ে তাকে সেইভাবে দেখা যায়নি।’ আবার কেউ কেউ বলছেন, ‘তাকে বসিরহাটের লোক চিনেছে বিতর্কিত মন্তব্য করার জন্য।’ আবার এমন ব্যক্তিও আছেন যাদের দাবি, এর আগেও অনেক সাংসদকে দেখেছি তারা বসিরহাট লোকসভার জন্য বরাদ্দকৃত অর্থ ফেরত দিয়ে বসিরহাটের উন্নয়নকে আটকে রেখেছিলেন। কিন্তু বর্তমান সাংসদ তিনি এই চার বছরেই প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচা করেছেন বসিরহাট লোকসভার উন্নয়নের জন্য। আবার বসিরহাটের এক শিল্পীর দাবি, সারা ভারত জুড়ে যে গতিতে একটা আধুনিকীকরণের কাজ চলছে সেখানে দাঁড়িয়ে বসিরহাট তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। নুসরতের আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে অপর এক ব্যক্তি বলেন, ‘অভিযোগ হতেই পারে সেটা বিচারাধীন ব্যাপার। অভিযোগ হলেই তিনি দোষী সাব্যস্ত হন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =