আসন্ন শারদ উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকের সরাসরি ভার্চুয়ালি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়েছিল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। এদিনের বৈঠক থেকে পুজো কমিটি পিছু অনুদান ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক শেষে সুকান্ত সদনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুকেক সাংসদ অর্জুন সিং বলেন,‘পুজোর উপকরণের দাম বেড়ে যাওয়ায় দিদিও অনুদান বাড়িয়ে দিয়েছেন। অনুদান ১০ হাজার টাকা বাড়ানোয় খুশি সমস্ত পুজো কমিটি।’ প্রশাসনিক বৈঠকের ভার্চুয়ালি সম্প্রচার দেখার জন্য ব্যারাকপুর সুকান্ত সদনে সাংসদ ছাড়াও হাজির ছিলেন মহকুমা শাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুর, খড়দা, নৈহাটি ও উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান যথাক্রমে উত্তম দাস, নিলু সরকার, অশোক চ্যাটার্জি ও মলয় ঘোষ। এছাড়া পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা এবং পুজো কমিটির কর্তা-ব্যক্তিরা হাজির ছিলেন।