২৪ বছর পর ঘরের মাঠে হারের পর নিজের ঘাড়ে দায়ভার নিলেন অধিনায়ক রোহিত শর্মা। রবিবার মুম্বাইয়ে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, অধিনায়ক এবং ব্যাটার দুইয়ের হিসেবেই তিনি তাঁর সেরা ফর্মে ছিলেন না।
২০১৩ সালের শুরু থেকে ভারত ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজে অপরাজিত ছিল, কিন্তু অক্টোবরে নিউজিল্যান্ডের অনুকূলে না থাকা কন্ডিশনের বিরুদ্ধে থমকে গেল ভারতীয় দলের বিজয়রথ।
নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনের অনুপস্থিতি সত্ত্বেও টম ল্যাথামের অধিনায়কত্বে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। রোহিত বলেন, ‘জীবনে কিছুই সহজ নয়। একদিন ভাল যেতে পারে এবং অন্যদিন একদম খারাপ।
আমি ছোটবেলা থেকেই এই শিক্ষাটি গ্রহণ করেছি। ফলাফল নিয়ে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। জীবনে উঁচু এবং নীচু উভয় নিয়েই চলতে হয়।’ রোহিতের দাবি, এটি আমার কেরিয়ারের একটা খারাপ পর্যায়।
ঘরের মাঠে তিনটি ম্যাচ পরপর হারা। আমি এর পুরো দায়িত্ব নিচ্ছি। একজন অধিনায়ক এবং নেতা হিসেবে, আমি সিরিজের শুরু থেকেই আমার সেরা ফর্মে ছিলাম না। ব্যাট হাতেও আমি ভাল পারফরম্যান্স করতে পারিনি।’
সামনে বর্ডার গাভাসকর ট্রফি। কঠিন সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। তবে পার্থে পাওয়া যাবে না রোহিতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজ।