ধূপগুড়ি মহকুমা হবে, অভিষেকের ঘোষণায় নির্বাচন বিধি লঙ্ঘনের নালিশ ঠুকল বিজেপি

উপনির্বাচনের প্রচারে জলপাইগুড়ির ধূপগুড়ি গিয়ে অভিষেক ব¨্যােপাধ্যায় শনিবার বলেছিলেন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এই ঘোষণা নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বিজেপি। এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।
ধূপগুড়িতে উপনির্বাচন রয়েছে ৫ সেপ্টেম্বর। শনিবার সেখানে তৃণমূলের হয়ে সভা করেন অভিষেক। প্রচারমঞ্চে দাঁড়িয়েই ধূপগুড়িকে এ বছরের মধ্যে মহকুমা করার ঘোষণা করেন তিনি। অভিষেক বলেন, ‘আপনারা কি চান ধূপগুড়ি আলাদা মহকুমা হোক? ২০১৯ এবং ২০২১-এ বিজেপি-কে জিতিয়েছেন। তাঁদের প্রশ্ন করে দেখুন, কত বার সেই দাবি তুলেছেন তাঁরা? যাঁদের ভোট দিচ্ছেন, তাঁদের প্রশ্ন করা কিন্তু আপনাদের অধিকার।’ তাঁর কখায়, ‘আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি।’ অভিষেকের এই মন্তব্যেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলে দাবি বিজেপি-র। সেই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা। বিজেপি-র প্রশ্ন, নির্বাচনী প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কী করে দিলেন অভিষেক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =