আইপিএলে ‘অপরাজিত’… শীর্ষে ধোনি

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। দু-দেশ মিলিত ভাবে সংঘর্ষবিরতি ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, খুব দ্রুতই বোর্ড নতুন পরিকল্পনার কথা জানাবে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কবে, কোথায় হবে। সূচি প্রকাশ্যে আসবে দ্রুতই। এর মাঝে দেখে নেওয়া যাক, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি নটআউট থেকেছেন কোন ব্যাটাররা। তালিকায় শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। আর কারা রয়েছেন শীর্ষ তালিকায়?

বয়স শুধুই যে সংখ্যামাত্র, প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন ৪৩ বছরের ধোনি। ইডেনে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচটাও অপরাজিত ছিলেন। টিমও জিতেছিল। আইপিএলের ইতিহাসে এখনও অবধি ২৪১ ইনিংসে ব্যাট করেছেন ধোনি। এর মধ্যে ১০০ ইনিংসেই নটআউট।

তালিকায় দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংসেরই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইপিএলে এখনও অবধি ১৯৬ ইনিংসে ব্যাট করেছেন। এর মধ্যে ৮০ ইনিংসে নটআউট থেকেছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ তথা প্রাক্তন ক্রিকেটার কায়রন পোলার্ড। আইপিএল কেরিয়ারে ৫২ ইনিংসে নটআউট ছিলেন পোলার্ড।

গত মরসুম শেষেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দীনেশ কার্তিক। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মেন্টর তিনি। আইপিএলে ৫০ ইনিংসে নটআউট ছিলেন দীনেশ কার্তিক।

তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের বর্তমান ক্রিকেটার ডেভিড মিলারও। আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন। মোট ১৩৫ ইনিংসের মধ্যে ৪৯ বার নটআউট থেকেছেন এখনও অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =