ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠছেন, সাড়া দিচ্ছেন চিকিৎসায় : হেমা মালিনী

মুম্বই : প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী তাঁর স্বামী ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ছড়ানো একাধিক ভুয়ো খবরের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। ৮৯ বছর বয়সী এই তারকার মৃত্যুর গুজবকে অস্বীকার করে, হেমা এক্স-এ এই ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে নিজের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। হেমা মালিনী লিখেছেন, যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে এমন একজন ব্যক্তির সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। দয়া করে পরিবারকে এবং তাদের গোপনীয়তার প্রয়োজনকে যথাযথ সম্মান দিন।’

উল্লেখ্য,মঙ্গলবার সকালে ছড়ানো এই গুজবের কারণে অনুরাগী এবং চলচ্চিত্র জগতের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তবে, ধর্মেন্দ্রর পরিবার দ্রুত সত্যিটা স্পষ্ট করতে এগিয়ে আসে।

প্রসঙ্গত, এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ৮৯ বছরের ধর্মেন্দ্র। খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। তখন থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড। তিনি ভেন্টিলেশনে আছেন, এমন খবরও ছড়িয়ে পড়ে। পরে সেই খবরও ভুয়ো বলে জানানো হয়। ৮ ডিসেম্বর ৯০ পূর্ণ করবেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 17 =