‘রানঞ্ঝানা’ সাফল্যের পর আনন্দ এল রাই (Anand L Rai) এবং ধনুষ (Dhanus) ফের জুটি বাঁধলেন। আরও একটি প্রেম কাহিনি ‘তেরে ইশক ম্যায়’ (Tere Ishq Mein)। ধনুষের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে (Kriti Shanon)। শোনা যাচেছ, নভেম্বরে ছবি মুক্তি পেলেও টিজার আসবে কয়েক সপ্তাহের মধ্যেই।
সূত্রের খবক, একটি মিউজিক্যাল টিজার মন্তাজ আকারে লঞ্চ করা হবে। নির্মাতারা আশা করছেন, ধনুষ ও কৃতির রসায়ন দর্শকদের ভালো লাগবে। এই প্রথম তাঁরা একসঙ্গে কাজ করছেন। এছাড়া, এ আর রহমান এই ছবির অন্যতম আকর্ষণ। উৎসবের মরশুমে ছবি মুক্তি হওয়ায়, নবরাত্রি, দিওয়ালি সবই দেখা যাবে। আগামী সপ্তাহেই দক্ষিণী সুপারহিট সিনেমা কান্তারা চ্যাপ্টার ১, সানি সংস্কারি কি তুলসিকুমারী মুক্তি পাবে। তবে, ‘তেরে ইশক ম্যায়’ টিজার কবে মুক্তি পাবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নির্মাতারা।

