সম্পর্ক ভাঙছে ধনশ্রী-চাহালের?

২০২৪ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। এ বার কি তেমনই সিদ্ধান্ত নিতে চলেছেন চাহাল? নতুন বছরে হঠাৎ করেই আলোচনায় যুজি। ইন্সটাগ্রামে ধনশ্রী ও চাহাল একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। চাহাল নিজের ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে থাকা তাঁর সকল ছবি ডিলিট করে দিয়েছেন। ধনশ্রীর ইন্সটা প্রোফাইলে ঢুঁ মারলে অবশ্য এখনও তাঁর ও চাহালের একসঙ্গে ছবির দেখা মিলছে।

সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা ভীষণ সক্রিয়। তাঁরা প্রায়শই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন। এ বার চাহাল হঠাৎ করেই ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেওয়ার ফলে হচ্ছে জোর আলোচনা। এরই মধ্যে আবার তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, গুঞ্জন নয়। সত্যিই তাঁদের মধ্যে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, ‘ওঁদের ডিভোর্স হবেই। এই ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দু’জনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, তিন মাসেরও বেশি সময় ধরে তাঁরা আলাদাই থাকছেন।’

গত বছর ধনশ্রীর সঙ্গে ভারতের ক্রিকেটার শ্রেয়স আইয়ারের নামও একবার জড়িয়েছিল। তার ঠিক আগেই চাহাল ও তাঁর বিচ্ছেদ হতে চলেছে এমন গুঞ্জন উঠেছিল। পরবর্তীতে তাঁরা দু’জনই সকলের উদ্দেশ্যে জানান, তাঁদের মধ্যে সবকিছু ঠিক আছে। এ বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, তা জানা যাবে তখনই, যে সময় ধনশ্রী ও চাহাল নিজেরা এ বিষয়ে অফিসিয়ালি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =