উপরাষ্ট্রপিত নির্বাচনে ধনখড়ের প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা

উপরাষ্ট্রপতি পদে আলাদা প্রার্থী দিল বিরোধী শিবির। এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজস্থানের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেওয়া হল। বিরোধীদের মনোনীত উপরাষ্ট্রপতি (Vice President) পদপ্রার্থী মার্গারেট আলভা। রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার (Margaret Alva) নাম ঘোষণা করেন পওয়ার নিজেই। আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাতের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া ৫ বারের সাংসদও ছিলেন।

শনিবার বিজেপি সংসদীয় দল বৈঠক করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিঃসন্দেহে এ এক বড় চমক। আর রবিবার বিরোধী শিবির বৈঠক করে ধনখড়ের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করল মার্গারেট আলভার নাম। ফলে আগামী ৬ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) লড়াই হবে জগদীপ ধনখড় ও মার্গারেট আলভার। যদিও সংসদের অঙ্ক বলছে, সমর্থনের নিরিখে ধনখড়ের জয়ের পথ এমনিতেই মসৃণ। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা এই লড়াইয়ে বেগ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =