ভারত-বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা : শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এক বিশাল মিছিলে ফের আছড়ে পড়ল ভারত-বিরোধী স্লোগান। ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁর খুনিদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

চলতি মাসের শুরুতে আততায়ীদের গুলিতে নিহত হন শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অশান্তির মেঘ ঘনীভূত হয়েছে বাংলাদেশে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আমিই হাদি’ স্লোগান দেওয়ার পাশাপাশি হাদির খুনিদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন। আন্দোলনকারীদের একটি অংশের দাবি, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। যদিও এই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ আরও তলানিতে নেমেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’-এও বৃহস্পতিবার ভাঙচুর চালানো হয়। স্বাধীনতা সংগ্রামীর নামে নামাঙ্কিত এই ক্যান্টিনটি ছাত্র রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে জানলার কাঁচ ভাঙার পাশাপাশি দেওয়ালে ‘বয়কট’ স্লোগান লিখে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ তাণ্ডব শুরু করলে ছাত্ররা তাকে ধরে প্রক্টর টিমের হাতে তুলে দেয়। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে রাজধানী কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর রিকশায় যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছিলেন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =