হাওড় : হাওড়ার চামরাইলের ঢালাই কারাখানায় বিধ্বংসী আগুন । বুধবার দুপুরে এই আগুন লাগে। নিমেষে ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
হাওড়ার চামরাইল এলাকায় একাধিক কারখানা আছে। জাতীয় সড়কের ধারে ওই এলাকাতেই একটি ঢালাই কারখানায় এদিন দুপুরে আগুন লাগে। জানা গিয়েছে, এদিন দুপুরে কারখানায় কাজ চলছিল। তখনই কারখানার একটি অংশে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষে চাঞ্চল্য ছড়ায় শ্রমিক ও কর্মীদের মধ্যে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।
নিমেষে ওই আগুন বিধ্বংসী আকার নেয়। জানা গিয়েছে, কারখানার একটি অংশে কর্মীদের থাকার জায়গা আছে। সেখানেই প্রথমে ওই আগুন দেখা যায়। দ্রুত শ্রমিক, কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়।

