তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দেবাংশু, হলেন সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ

শুভাশিস বিশ্বাস

কলকাতা: দলে ব্রাত্য হওয়া তো দূর-অস্ত বরং তৃণমূলের অত্যন্ত গুত্বপূর্ণ পদে এলেন দেবাংশু ভট্টাচার্য। দু’বারের সাধারণ সম্পাদকের পদ থেকে এক্কেবারে তৃণমূলের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ। ফলে এটাও স্পষ্ট যে দলে আরও গুরুত্ব বাড়ল এই যুব নেতার। বুধবার যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে দেবাংশু ভট্টাচার্যের নাম বাদ পড়ে যাওযায় বেশ একটা গেল গেল রব উঠেছিল বঙ্গ রাজনীতিতে। এদিকে দেবাংশুও মুখে কুলুপ আঁটেন। ফলে জল্পনার পারদ চড়ছিলই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু জানান, দেবংশুকে একটা বড় কোনও জায়গা দিতে চলেছে তৃণমূল। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত। এদিকে দেবাংশুও জানান, ‘দল যা দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’ তবে এটাও কেউই অস্বীকার করছেন না, দেবাংশুর ‘জব লেফট অ্যাট যুব তৃণমূল কংগ্রেস’ স্টেটাসটি ভাইরাল হতে জল্পনা ছড়ায় তাহলে কী দেবাংশু তৃণমূল ছাড়ছেন? এরই জবাব দেন, দেবাংশ নিজেই। জল্পনার মধ্যেই তাঁর সাফ জবাব ছিল, এগুলি পুরোটিই গুজব। পাশাপাশি তিনি এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তিনি এবং তাঁর আদর্শ সামনে রেকেই তিনি দল করেন। তাঁকে যে দায়িত্ব দলীয় তরফে দেওয়া হবে তিনি পালন করবেন। এরপরই বৃহস্পতিবার সবার নজরে আসে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। রাজ্য শাসক দলের পক্ষ থেকে তাঁকে তৃণমূলের পশ্চিমবঙ্গের সোশাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় এদিন। আর এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা যে ধারনা করেছিলেন সেখানে যে কোনও ভুল ছিল না তাও স্পষ্ট হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশে। এরপরই ফেসবুকে পোস্ট করে এই খবর নিজেই জানান যুব তৃণমূল নেতাও। পাশাপাশি দেবাংশু তৃণমূলকেও ধন্যবাদ জানান। এখানে বলে রাখা শ্রেয়, তৃণমূলের পক্ষ থেকে এও জানানো হয় যে, জেলা, ব্লক, অঞ্চল, বুথ স্তরে আইটি সেল গড়ে তোলা হবে।
২০২১-এর বিধানসবা নির্বাচনের আগে থেকেই সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় দেবাংশু।এটাও পাশাপাশি সত্য যে, তাঁর রাজনৈতিক উত্থানের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই সোশাল মিডিয়ায়। তাঁর মুখে খেলা হবে স্লোগান, নতুন করে উদ্দীপ্ত করেছিল যেন তৃণমূল কর্মী-সমর্থকদের।এদিকে এটাও মনে রাখার দরকার, দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন।জোড়া ফুল শিবির এবং গেরুয়া শিবিরের মধ্যে সোশাল মিডিয়া প্রচারের নিরিখে দু’দলের মাঝে একটা তুলনা টানলে এটা স্পষ্ট যে, গেরুয়া শিবির জায়গা অত্যন্ত পোক্ত। সেই জায়গায় এই দায়িত্ব দেবাংশু ভট্টাচার্যকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিনের তৃণমূলের তরফ থেকে দেবাংশুর নতুন এই পদের ঘোষণা হতেই ফেসবুক লাইভে এসে নতুন বার্তা দেন, ‘২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় খেলা হবে। আরও বড় খেলা হবে।’ পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের প্রশংসাও করতে শোনা যায় দেবাংশু ভট্টাচার্যকে। সায়নী প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘যুব তৃণমূল কংগ্রেস করার সময় তাঁর থেকে অনেক সাহায্য পেয়েছি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 4 =