শুনানিতে হাজিরা দেবের, বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি

কলকাতা : বুধবার এসআইআর-এর শুনানির পর এসআইআরের কাজে যুক্ত সকলকে কুর্নিশ জানালেন অভিনেতা দেব। ছবিও তোলেন তাঁদের সঙ্গে।

বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিতে হাজিরা দেন তারকা সাংসদ দেব। নথি পেশের পর বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানান দেব। বলেন, “আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যার। কমিশনকে বলব, তাঁদের যদি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যায়।”

রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। নথিতে গরমিলে তলব করা হচ্ছে ভোটারদের। অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদেরও। শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ বহু বিখ্যাতরা। সেই তালিকায় নাম ছিল ঘাটালের সাংসদ তথা অভিনেতা-পরিচালক দেবেরও। নোটিস পাঠিয়ে বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়। এদিন নির্দিষ্ট সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে একনজর দেখতে উপচে পড়ে ভিড়। গাড়ি থেকে নেমে সোজা স্কুলের ভিতরে চলে যান দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =