ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে যাদবপুরে লালবাজারের গোয়েন্দারা

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে খুনের অভিযোগ। এবার সেই ঘটনার তদন্তে যাদবপুরে পৌঁছোল লালবাজারের গোয়েন্দা দফতর। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান হোমিসাইড শাখার তদন্তকারীরা।

ওই দিন ঘটনাস্থলের আশপাশে থাকা চার পড়ুয়াকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন, সিসিটিভি ক্যামেরা থেকে যতটুকু ফুটেজ পাওয়া গিয়েছে, তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলের কোনও ফুটেজ তাঁদের কাছে নেই বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মঙ্গলবার গোয়েন্দারা ঘটনাস্থল ঘুরে দেখেন। গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় নতুন কোনও সূত্র মেলে কি না, খতিয়ে দেখেন। কথা বলেন কয়েকজন পড়ুয়ার সঙ্গে। প্রসঙ্গত, সোমবারই লালবাজারে যান মৃতা অনামিকা মণ্ডলের বাবা। সেখানে হোমিসাইড বিভাগের কর্তাদের সঙ্গে দেখা করার পর যাদবপুর থানায় যান তাঁরা।

যাদবপুরে খুনের অভিযোগ দায়ের করেন তিনি। বাবার কথায়, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। না হলে ওই সময় তাঁর একা একা পুকুরের দিকে যাওয়ার কথাই নয়। মৃতার পরিবারের তরফে তদন্তের দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে তৎপর হয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =