‘কংগ্রেস এলে ধ্বংস আসবে’, মধ্যপ্রদেশে সতর্কবার্তা মোদির

বৃহস্পতিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, কংগ্রেস যদি ভোটে জিতে সরকার গড়ে তাহলে রাজ্যবাসী তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। মানুষের উন্নতি করবে না কংগ্রেস সরকার। চলতি মাসেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সেরাজ্যে ভোটের প্রচারে গিয়েছিলেন মোদি। সেখানে তিনি বলেন, কংগ্রেস এলে ধ্বংস আসবে। যারা এতদিন ধরে রাজ্য চালিয়েছে তারা এখন একে অপরের জামাকাপড় ছেড়ার চেষ্টা করছে।

সাতনায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কংগ্রেস আয়ি, তাবাহি লায়ি।’ অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে ধ্বংস নেমে আসবে। পরিবারতন্ত্রের অভিযোগ নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করেন মোদি। প্রচারে গিয়ে মোদির ভাষণে উঠে আসে মধ্যপ্রদেশের ভাইরাল ভিডিওর প্রসঙ্গ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের জামাকাপড় ছিড়ে দেওয়ার কথা বলছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ। বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে দুই নেতার মতবিরোধের জেরেই এমন মন্তব্য করেছেন কমল নাথ, এমনটাই জানা গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে মোদি তোপ দাগেন, এতদিন ধরে রাজ্যের ক্ষমতায় থাকা নেতারা আজ নিজেদের জামা ছেড়ার কথা বলছেন। তাহলে রাজ্যবাসীর জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন কী করে?

তিনি বলেন, আসলে কংগ্রেস নেতারা নিজের ছেলেদের সেটিং করতে গিয়ে আসলে মধ্যপ্রদেশকে আপসেট করে দিচ্ছেন। কংগ্রেস নেতাদের একটাই উদ্দেশ্য, কার ছেলে মধ্যপ্রদেশের দখল নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =