পাকা বাড়ি থাকা সত্বেও আবাস যোজনায় বাঁকুড়ার তৃণমূল নেতার নাম, কটাক্ষ বিজেপির

বাঁকুড়া : আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষার কাজ শুরু হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে তালিকায় তৈরির ত্রুটি। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। পরিবর্তে পাকা বাড়ি থাকা সত্বেও শাসক দলের নেতাদের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে। সম্প্রতি পাত্রসায়েরের বালসি পানাপুকুরের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সহ সভাপতি নিমাই মাঝি ও তার ভাইয়ের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই জের কাটাতে না কাটতেই ফের আর এক তৃণমূল নেতার নাম দেখা যায় আবাস যোজনার তালিকায়। নিজের নামে পাকা দোতলা বাড়ি থাকা সত্বেও আবাস যোজনা তালিকায় উপভোক্তা হিসাবে নাম রয়েছে ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়ের ।

উল্লেখ্য, বাঁকুড়ার ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন বহু পরিবার রয়েছে যাদের মাথা গোঁজার নিজস্ব ঠাঁইটুকুও নেই আর তা থাকলেও তা অত্যন্ত জরাজীর্ণ মাটির বাড়ি। তাতেই জীবনের ঝুঁকি নিয়ে কোনওক্রমে তাঁরা দিনযাপন করছেন। তা সত্বেও আবাস তালিকায় তাদের অধিকাংশেরই নাম নেই।

বিরোধীদল বিজেপি কটাক্ষ করে বলে, জনরোষের ভয়েই তড়িঘড়ি আবাস যোজনার তালিকা থেকে নাম বাতিলের আবেদন করেন তৃণমূল নেতা। এমন কান্ড তৃণমূলের কাছে সততার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =